মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
কাশিয়ানিতে লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৫:২০ অপরাহ্ন

জেলার কাশিয়ানীতে বকুল চৌধুরী (৫৭) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। 

নিহতের মেয়ে লাবনী চৌধুরীসহ স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। 

নিহত  মো: বকুল চৌধুরী (৫৭)  কাশিয়ানী উপজেলার সাতাশিয়া গ্রামের মৃত ইদ্রিস চৌধুরীর ছেলে। 

তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি আঞ্জু বেগম নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে পুনরায় বিবাহ করেন। বিবাহ পরবর্তীকালে কাশিয়ানীর শিবগাতী এলাকায় জনৈক ফজর আলী খানের একতলা ভবনে ভাড়া থাকতেন বলে জানা গেছে। আঞ্জু বেগমের আগের সংসারে ইমরান শেখ (২২) নামে এক জনসহ অন্য সন্তান রয়েছে। গত  ২৮ জুন সকাল পৌঁনে এগারোটার দিকে  কাশিয়ানী থানার শিবগাতী গ্রামের ফজর আলী খানের একতলা বিল্ডিং থেকে নিহত বকুল চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। 

পরে কাশিয়ানী থানায় মৃতের ভাই স্বপন চৌধুরী বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেন যার নাম্নার ৩০ ( তাং ২৮/০৬/২০২৪)। এ বিষয়ে নিহতের মেয়ে  লাবনী চৌধুরী ও তার স্বামী গত ২৭ জুন রাতে পিতা বকুল চৌধুরীকে খাবার দিতে গিয়ে দেখতে পান যে সৎ মা আঞ্জু বেগম ও সৎ ভাই ইমরান শেখ পিতার সাথে  ঝগড়া করছেন। তাছাড়া যে  জায়গায় ফাঁস নেওয়া অবস্থায় বকুল চৌধুরীকে পাওয়া গেছে তা রহস্যজনক। 

এ বিষয়ে জানতে চাইলে  কাশিয়ানী থানার এসআই কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রথমে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। পরে পোস্টমর্টেম করা হয় গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের মর্গে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft