প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ১:০৭ অপরাহ্ন
মাদারীপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এবং ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত প্রাক-বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌরভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সুধী সমাবেশের মাধ্যমে প্রস্তাবিত ১৩৮ কোটি ৫০ লক্ষ ৭ হাজার ৭ শত ৩৭ টাকা ৩৩ পয়সার বাজেট ঘোষণা করা হয়।
মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ এ খসড়া বাজেট উপস্থাপন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর সচেতন নাগরিক (সনাক) কমিটির সভাপতি খান মোঃ শহীদ, টিআইবি এর প্রতিনিধি মোঃ মাহানউল হক, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খন্দকার ফিরোজ আহম্মেদ ও কাউন্সিলরবৃন্দ প্রমুখ।
এছাড়া সভায় প্রস্তাবিত বাজেট ও শহর উন্নয়নের উপর বিভিন্ন মত প্রকাশ করেন বিভিন্ন পেশা শ্রেণির সাধারণ নাগরিক, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।