বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
লাচুংয়ে ভূমিধসে নিহত ৬
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন

ভারতের উত্তর সিকিমের মঙ্গন জেলার লাচুংয়ের কাছে ভূমিধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন মানুষ চাপা পড়েছেন আশঙ্কা করা হচ্ছে।

উত্তর সিকিমে টানা ভারী বৃষ্টিপাত চলছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ধস নামছে। তেমনি বিভিন্ন নদীর উপর ব্রিজ ভাঙার ছবিও উঠে আসছে। যার কারণে উত্তর সিকিমের সঙ্গে বাকি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এ ছাড়া সিকিম কালিম্পং এবং দার্জিলিং জেলার জন্য আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে উত্তর বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক ভারী যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্ন ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় ধস নেমেছে। এ ছাড়া তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তাও বন্ধ রয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে ধসের জেরে উত্তর সিকিমে ১২০০ পর্যটক আটকে রয়েছেন। যাদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক। বিদেশিদের মধ্যে ১০ জন বাংলাদেশের, তিন জন নেপাল ও দুজন থাইল্যান্ডের বাসিন্দা।

জানা গেছে, আটকে পড়া পর্যটকেরা বর্তমানে সুস্থই আছেন। আবহাওয়া ভালো হলে তাদের বিমানে উদ্ধার করতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন সিকিমের মুখ্যসচিব। সড়কপথেও কীভাবে পর্যটকদের উদ্ধার করা সম্ভব, তাও চিন্তা-ভাবনা করে দেখছে কর্তৃপক্ষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft