প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৫:২৩ অপরাহ্ন
আসন্ন ঈদ উল আজহা উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলার ৫ টি উপজেলার বিভিন্ন স্থানে ৩০ টির বেশী গরু-ছাগলের হাট বসবে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার।
তিনি আজ মঙ্গলবার জানিয়েছেন, গত কোরবানী ঈদে সারা জেলায় ত্রিশটি গরু-ছাগলের হাট বসেছিলো। এবছর হাট সংখ্যা বাড়তে পারে। জেলা প্রশাসকের কার্যালয় যাচাই করে যে কোন সময় হাট সংখ্যা কতো হবে তা জানাবে।
জেলার পাঁচ উপজেলায় মোট ৩৫৪০ টি খামারের ৪৬৪১০ টি গরু এবছর কোরবানি দেয়া হবে বলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান।
জেলার হাটগুলিতে স্টেরয়েড ও ইনজেকশন ব্যাতিত গরু, ছাগল তোলা হবে। বেশিরভাগ খামারীরা সাধরণত গোখাদ্য হিসাবে ঘাস, খড়, ভুষি বা কুড়ো খাওয়ানো হয় বলে জানিয়েছেন।