প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন
মাদারীপুরের কালকিনি উপজেলায় ধুমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার ও নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ১০ (জুন) উপজেলা পরিষদের হল রুমে সাস্থ্যসেবা বিভাগ, সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
কর্মশালয় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার মুনসাদি ইসলাম ইভা, কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম, যুব-উন্নয়ন কর্মকর্তা শাহআলম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুরজ্জামান, কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন, এবং সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা ধুমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর ও প্রতিকারের দিকগুলো নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন।