বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
ফরিদপুরে ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন

বৃহত্তর ফরিদপুরের নাগরিকের দুর্ভোগ অবসানে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের দাবিতে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর উন্নয়ন পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ফরিদপুরের প্রবীণ চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন  ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ বিশিষ্ট ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ,সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মন্ডল, ভাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী, প্রবীন সাংবাদিক, শিক্ষাবিদ রমেন্দ্র নাথ রায় কর্মকার, সাহিত্যিক ও লেখক মফিজ ইমাম মিলন, সংস্কৃতি কর্মী অশোক কুমার সিংহ রায়, ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, আবরাব নাদিম ইতুসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, নানা কারনে ফরিদপুরে ভারতীয় ‌ভিসা কেন্দ্র জরুরী প্রয়োজন হয়ে পড়েছে। কেননা ভারতীয় ভিসা কেন্দ্র ‌ চালু হলে শুধু ফরিদপুর নয় আশেপাশের জেলার মানুষ এখান থেকে সুবিধা পাবে। তাদের সময় ও অর্থ দুটোই বাঁচবে। বর্তমানে একটা ভিসা করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লেগে যায়। এতে জনগণের দুর্ভোগ বাড়ে এবং ‌ আর্থিক সমস্যা সহ সময় অপচয় হয়।

তাই অবিলম্বে নাগরিক দুর্ভোগ অবসানে ফরিদপুরে ‌একটি ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের জন্য  সরকারের নিকট দাবী জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft