প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ২:৪৮ অপরাহ্ন
শসম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালে গোপালগঞ্জ সদর উপজেলা, টুংগীপাড়া ও কোটালিপাড়ায় মৎস খাতে ক্ষতি হয়েছে প্রায় সোয়া সতেরো কোটি টাকা।
এ তথ্য জানিয়েছেন, গোপালগঞ্জ জেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী।
তিনি বলেন, সদর উপজেলা, টুংগীপাড়া ও কোটালিপাড়ায় প্রায় ৭৩ হেক্টর জমিতে ৩৪২ টি পুকুর, ৫২৯ হেক্টর জমিতে ১১৫৫ টি ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে। কমপক্ষে ৬৬৬ মেট্রিক টন মাছ ভেসে গেছে। এসব মাছের মধ্যে রয়েছে চিংড়ী মাছ, সাদা বা কার্প জাতীয় মাছ ইত্যাদি। আমরা ক্ষতিগ্রস্থ মৎস চাষিদের তালিকা তৈরির কাজ শুরু করবো যাতে চাইলে ঢাকাস্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো সম্ভব হয়। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার আগ পর্যন্ত আমরা মৎস চাষিদের সতর্ক করার চেষ্টা করেছি। যারা সতর্কতা অবলম্বন করেনি তারাই ক্ষতিগ্রস্থ হয়েছে।