প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় যুবলীগ কর্মী মাসুদ সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাসুদ সিকদারের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। নগরীর বান্দ রোড স্টেডিয়াম এলাকায় পরিবার নিয়ে একটি বাসায় ভাড়া থাকেন। মাসুদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। নিজেকে যুবলীগ নেতা দাবি করে সাদিক আবদুল্লাহর ছবি দিয়ে নগরীতে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েছেন মাসুদ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুর রহমান জানান, ঘূর্ণিঝড় রিমালের পর মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেন মাসুদ। বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বুধবার রাতে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।