প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৭:২২ অপরাহ্ন
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উড়ে গেছে মাদ্রাসার চালা ভেঙে পড়েছে টিনের বেড়া। বসার বেঞ্চ ছড়িয়ে-ছিটিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানে এসেও ফিরে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
রোববার (২৬ মে) ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাকেরগঞ্জের প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২৮ মে) উপজলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, শিক্ষকরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের আনাগোনা নেই উপস্থিতি যথেষ্ঠ কম।
বাকেরগঞ্জ ভরপাশা ইউনিয়নের পায়রা নদীর দেড় কিলোমিটার দূরে দুধলমৌ গ্রামে অবস্থিত উত্তর পশ্চিম দুধলমৌ আহমদিয়া দাখিল মাদ্রাসার টিনের নির্মাণ ৫টি কক্ষের চালা উড়ে গেছে। ভেঙে পড়ে আছে বেড়া ও বসার বেঞ্চ।
অত্র প্রতিষ্ঠানের সুপারেন্টেন্ড মাও: আবুল হোসেন জবাবদিহিকে জানান‚ আশপাশের ৩-৪ গ্রামের প্রায় ৫৫০ জন শিক্ষার্থী লেখাপড়া করছিল এই মাদ্রাসাটিতে। এখন যে পরিস্থিতি তাতে এই প্রতিষ্ঠানটি মেরামত না করা পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু সম্ভব না। এজন্য সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন তিনি।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাকেরগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত তিনটি কলেজ, ১৬টি স্কুল ও ২৪টি মাদরাসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস।
তিনি বলেন, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার বেশিরভাগই টিনশেড ঘর। পুরো উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে এখন পর্যন্ত এক কোটি ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসব প্রতিষ্ঠোনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।