প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
কুড়িগ্রামের রৌমারীতে প্রকাশ্যে দিবালোকে নুরবানু আক্তার নামে এক নারী ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে শহীদ মিনার চত্বরে গেলে তার টাকাগুলো ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সংলগ্ন রাস্তায়।
ঘটনার এক ঘন্টা পরেই পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার অপরাধে মেহেদী হাসার মিঠুন (২৫) ও আলী আকবর (২২) নামের দুই যুবককে আটক করে।
মিঠুন উপজেলার ভিটাবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর জয়নাল আবেদীনের ছেলে বলে জানা যায়। আলী আকবর উপজেলার রৌমারী গ্রামের শের আলীর ছেলে।
পুলিশ, অভিযোগকারি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর বন্দবেড় গ্রামের মৃত্যু রফিকুলের স্ত্রী রৌমারী ইসলামী ব্যাংক থেকে সাড়ে ৫২ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে শহীদ মিনার চত্ত্বরে যাওয়া মাত্রই পিছন থেকে একটি মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে- তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং অভিযান চালিয়ে মেহেদী হাসার মিঠুন ও আলী আকবরকে আটক করেন। এ ঘটনায় নুরবানু বাদী হয়ে রৌমারী থানায় ২ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।
রৌমারী থানার (ভারপ্রাপ্ত) আফিসার ইনচার্জ মো. আব্দুল আলীম ঘটনাটি সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সাথে জড়িত মেহেদী হাসান মিঠুন ও আলী আকবরকে আটক করা হয়েছে। আসামীদের ২৯ মে বুধবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।