বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
দিনাজপুরে বিএসডিএ নির্বাহী পরিচালক গ্রেপ্তার
দিনাজপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৭:০৮ অপরাহ্ন

দিনাজপুর পৌরসভাধীন ইদগাহ আবাসিক এলাকায় অবস্থিত বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (বি.এস.ডি.এ) কার্যালয়ে ঘ‚র্ণয়মান ঋণ তহবিলে ঋণ হিসাবে (দশ লক্ষ) টাকা যাহার ২বছরের জন্য গচ্ছিত রাখেন আজাহার আলির কন্যা ফারজানা রীমা। তার টাকার দরকার পড়লে গত (১১ সেপ্টেম্বর ২০২০) তারিখে (বি.এস.ডি.এ) নির্বাহী পরিচালক বরাবর, লিখিতভাবে টাকা ফেরত নেওয়ার জন্য আবেদন করেন। 

কিন্তু নির্বাহী পরিচালক আব্দুস সালাম, ‘‘আজ কাল করে’’ কালক্ষেপণ করেন। এবং মূল টাকাসহ ফারজানা রীমার, মাসিক মুনাফাসহ কিছুই আর প্রদান করেন নাই।

গত (২০ এপ্রিল ২০২৪) আনুমানিক সকাল ১১ টায়, দিনাজপুর পৌরসভাধীন ইদগাহ আবাসিক এলাকার, ইদগাহ প্রাইমারি বিদ্যালয়ের পূর্ব দিকে (বি.এস.ডি.এ) নির্বাহী পরিচালক আব্দুস সালাম এর বাড়ি সংলগ্ন অফিসে, দিনাজপুর পুলহাট (বড়পুল) এলাকার মো. আজাহার আলির স্ত্রী ইসমত আরা, মো. খাদেমুল ইসলামের পুত্র তরিকুল ইসলাম, মো. আব্দুর রউফ (জনির) স্ত্রী শারমিন আক্তারসহ (বি.এস.ডি.এ) অফিসে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানে জমাকৃত (দশ লক্ষ) টাকা নির্বাহী পরিচালক আব্দুস সালাম এর নিকট ফেরত চাইলে, ফেরত দিতে অস্বীকার করেন। এবং পরবর্তীতে আবারও টাকা চাইলে, এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে, ফারজানা রীমাকে প্রাণে মারার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। জমাকৃত (দশ লক্ষ) টাকার আমানত খেয়ানত সহ সরল বিশ্বাসের সুযোগ নিয়ে, প্রতারণা মাধ্যমে, আত্মসাৎ করে বিশ্বাস ভঙ্গ করেন। 

পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপস মীমাংসা না হওয়ায়, দিনাজপুর কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন ফারজানা রীমা।

দিনাজপুর কতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন জানান, (বি.এস.ডি.এ) নির্বাহী পরিচালক আব্দুস সালামকে (৪২০/৪০৬) ধারায় গ্রেপ্তার করা হয়েছে। যার মামলা নং-(৬০) তারিখ (১৮/০৫/২০২৪)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft