বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
বার্সার হয়ে শেষ ম্যাচে জয় পেয়েছে জাভি হার্নান্দেজ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৭:১০ অপরাহ্ন

গত শুক্রবার কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করেছিল বার্সেলোনা। আগামী মৌসুম থেকে তাকে আর দায়িত্বে রাখতে চায় না ক্লাবের মালিকরা। যে কারণে গতকাল রোববার রাতে সেভিয়ার ব্পিক্ষে ম্যাচটিই ছিল বার্সায় জাভির শেষ ম্যাচ।

বরখাস্ত হলেও শেষ ম্যাচে বার্সাকে জয় এনে দিয়েছেন জাভি। লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সা। জয় পেলেও তিক্ত মুখেই বার্সা থেকে বিদায় নিলেন জাভি।

২০২৩-২৪ মৌসুমে কোনো শিরোপা জিততে না পারায় জাভি বরখাস্ত করে বার্সা। লা লিগায় দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে কাতালানের ক্লাবটি। আর শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে হেরে গেছে বার্সা। আর কোয়ার্টার ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরে তারা বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে।

ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমি মনে করি না যে, কাজটি যথেষ্ট প্রশংসিত হয়েছে। গত বছর ডাবল (লা লিগা এবং সুপার কাপ) এবং এই বছর আমরা নানাবিদ সমস্যার কারণে কোনো শিরোপা জিততে পারিনি।’

‘আমি কিছু মিশ্র অনুভূতি নিয়ে বিদায় নিলাম। কারণ, কাজটি ইতিবাচক। যদিও আমরা এই মৌসুমে শিরোপা জিততে পারিনি। আমি মনে করি, আমরা সঠিক পথেই ছিলাম এবং আমি এখনও তাই মনে করি।’

অ্যাওয়ে ম্যাচে বার্সার হয়ে প্রথম গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ম্যাচের ১৫ মিনিটে গোল করেন তিনি। প্রথমার্ধেই এই গোলটি শোধ করে দেয় সেভিয়া।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৯ মিনিটে গোল করেন ফারমিন লোপেজ। এতে ২-১ গোলে এগিয়ে যায় বার্সা। সেভিয়া আর কোনো গোল করতে না পারায় জয়ে মৌসুম শেষ করে বার্সা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft