প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২৬ মে, ২০২৪, ১:৫২ অপরাহ্ন
বাগেরহাটের মোংলায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া নৌকাটিতে কতজন যাত্রী ছিলো তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে ৭০ থেকে ৮০ জন হতে পারে।
ডুবে যাওয়া ট্রলারে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না।
তিনি বলেন, আমরা খোঁজ নিচ্ছি। পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে। কোনো যাত্রী নিখোঁজ আছে কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলার ডুবির পর এতে থাকা বেশিরভাগ যাত্রীই সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হয়েছেন। ট্রলারের যাত্রীরা মোংলার বিভিন্ন কলকারখানায় চাকরি করেন।