প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৯:১৪ অপরাহ্ন
আহম্মেদ ছাফা জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো এক রেমিটেন্স যোদ্ধার নাম। প্রতিদিনের মত কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সকাল সকাল। বিকালে কাজ থেকে এসে নাস্তা সেরে হঠাৎ অনুভব করেন বুকে ব্যথা বন্ধু আমান উল্লাহ কে সাথে নিয়ে চলে যান দুবাই হসপিটালে। ২৪ মে রাত ২টাই (বাংলাদেশ সময়) আরব আমিরাতের দুবাই হসপিটালে হৃদয়রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন এই রেমিটেন্স যোদ্ধা।
আহম্মেদ ছাফা প্রকাশ নবী ড্রাইভার (৫১) তিনি পশ্চিম কাঞ্চন নগরের কুয়েত প্রবাসী চাইল্ড কেয়ার কিন্ডারগার্ডেন স্কুলের ডিরেক্টর এম এন ছাফার সেজ ভাই।
তার পিতা মরহুম দেলোয়ার হোসাইন। আহাম্মদ ছাফার দুই ছেলে আবদুল্লাহ (১৪) আবদুল আজিজ ( ৮) তার বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার কাঞ্চন নগরের ১নং ওয়ার্ডের খোন্দকার পাড়ায়। তিনি কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যান সংস্থার দুবাই শাখার সদস্য ।
অন্যদিকে, গত কিছুদিন আগে আরব আমিরাতে রোড এক্সিডেন্টে মারা যান ফটিছড়ির শফিউল আলম। তারো আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন, আরেক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোঃ ইউনুস মিয়া। তাদের লাশ বাংলাদেশে তার নিজ গ্রামে আসে। তাদের দুই জনের বাড়ি একই ইউনিয়নে।
উল্লেখ্য, সম্প্রতি আরব আমিরাতে হৃদরোধে আক্রান্ত, এক্সিডেন্ট হয়ে বহু প্রবাসীর মৃত্যু হচ্ছে। আরবের উত্তপ্ত গরম, অতিরিক্ত পরিশ্রম কিংবা মানসিক চিন্তায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে, এই মৃত্যুতে প্রবাসী এবং তাদের নিজ এলাকায় শোকের মাতন বিরাজ করছে।