প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন
পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন,মির্জাগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আমিনুল ইসলাম, একাডেমিক অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মোঃ মিজানুর রহমান লাভলুসহ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তারা ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জানান, যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুতি রয়েছি। উপজেলায় ৫৮ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের পর তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটি সদস্য, স্কাউট সদস্য ও এনজিও কর্মীদের প্রস্তুুত থাকতে বলা হয়েছে।
সম্ভাব্য ঝড় ‘রেমাল’-এর আঘাত থেকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সভায় নদীর তীরবর্তী এ সাইক্লোন শেল্টারসহ ঝড় শহনশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুদ,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি চিকিৎসা সামগ্রী মজুদ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।