বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
চড়া দামে মরিচ বিক্রি করেও লোকসানে কৃষক
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৫:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ মে, ২০২৪, ৫:২৩ অপরাহ্ন

মানিকগঞ্জে খুচরা বাজারে এখন ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। পাইকারি বাজারে দেড়শ টাকা কেজি দরেরও বেশি। কৃষকরা জানায়, দীর্ঘ একটানা প্রচন্ড খরার পর একদিনের বৃষ্টিতে মরিচক্ষেতের গাছগুলো সতেজ হলেও আবারো খরায় পুড়ছে। গাছে গাছে ফুল দেখা গেলেও প্রচন্ড খরার কারণে ঝরে পড়ছে ফুল। নিয়মিত জমিতে সার ও সেচ দিয়েও ফলন হচ্ছে না। গাছ মরে যাচ্ছে থুবড়া লেগে গেছে অনেক গাছে। 

অনেকেই বলছেন, মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে। গাছ মরে যাচ্ছে ফলন কম হচ্ছে। এক মাস আগেও বাজারে যে মরিচ ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি করতো,সেই মরিচ এখন ২০০ টাকা কেজি ধরে বিক্রি করছে ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জেলা থেকে মানিকগঞ্জের আড়ত গুলোতে মরিচ আসতো। এখন অন্য সব জেলা থেকেও মরিচ আসছেনা। আবার স্থানীয় উৎপাদিত মরিচের ফলনও কম। এজন্যই মরিচের  দাম বাড়ছে। 

কৃষকরা জানায়, গাছে গাছে ফুল আসলেও খরায় মরিচ আশানুরূপ ধরছে না। ফলে তারা ভর মৌসুমে লোকসানের আশঙ্কায়। কৃষি বিভাগ খরার জন্য  কৃষকদের সেচ ও পরিচর্যাসহ বিভিন্ন  পরামর্শ দিচ্ছে।

কৃষি বিভাগ জানায়, এ বছর জেলায় ৩ হাজার ৭ শত ১৭ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft