প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন
গাজা উপত্যকার রাফায় হামলা হলে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরায়েলে সাড়ে তিন হাজার বোমা পাঠানো স্থগিত করেছেন। তবে এই বোমা ছাড় করতে মার্কিন প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার একটি বিল পাস হয়েছে। আইনে পরিণত হতে বিলটি এখন সিনেটে যাওয়ার কথা। কিন্তু সেখানে ডেমোক্র্যাটদের সংখ্যা বেশি হওয়ায় বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুব কম।
এছাড়া বাইডেন নিজেও বলেছেন, তিনি এই বিলে ভেটো দেবেন। মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যা বেশি। তবে বিল পাসের ভোটাভুটিতে ১৬ জন ডেমোক্র্যাটও রিপাবলিকানদের পক্ষ নিয়েছেন। ফলে বিলটি ২২৪-১৮৭ ভোটে পাস হয়। ১৩ জন ভোট দেননি। সাড়ে তিন হাজার বোমার মধ্যে দুই হাজার ও ৫০০ পাউন্ডের বোমা ছিল।
এদিকে রাফায় এখন প্রায় ১০ লাখের মতো মানুষ বাস করছে। গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে এক হাজার ১৭০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়। তাদের অধিকাংশই সাধারণ নাগরিক। ওই হামলার জবাবে ইসরায়েল গাজায় হামলা শুরু করে।
এতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ মারা গেছে, যাদের অধিকাংশই বেসামরিক। এদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে। গাজায় হামলা শুরুর পর অনেক ফিলিস্তিনি মিসর সীমান্তের কাছে রাফাহতে আশ্রয় নিয়েছে।
ইসরায়েল এখন সেখানে হামলা করছে। এসব হামলায় মার্কিন বোমা ব্যবহৃত হলে অনেক মানুষের প্রাণহানি হতে পারে—এই আশঙ্কায় চলতি মাসে বাইডেন ইসরায়েলে সাড়ে তিন হাজার বোমা পাঠানোর বিষয়টি স্থগিতের ঘোষণা দেন।
তবে রিপাবলিকানরা বলছেন, ইসরায়েলের সামরিক অভিযানে হস্তক্ষেপ করার কোনো অধিকার বাইডেনের নেই। অন্যদিকে গাজায় সাধারণ নাগরিকদের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় হোয়াইট হাউস ইসরায়েলের কাছে হতাশা প্রকাশ করেছে।