প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ন
শুরুতে আগ্রহ প্রকাশ করলেও শেষ দিকে আয়োজক হওয়ার আগ্রহ হারায় যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। ফলে ব্রাজিলের লড়াইটা ছিল যৌথভাবে আয়োজনের উদ্যোগ নেওয়া ইউরোপের তিন দেশ বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানির বিপক্ষে।
ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ১১৯-৭৮ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ফলে আসন্ন দশম নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে লাতিন আমেরিকার দেশটি। ২০২৭ সালে হবে এই টুর্নামেন্ট।
দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে এককভাবে এমন আয়োজনের দায়িত্ব পেল ব্রাজিল। এ নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেজ ভীষণ উচ্ছ্বসিত, ‘আমরা জানতাম বিজয় আসবে। অহংকার করে বলছি না, নিশ্চিতভাবেই আমরা সেরা বিশ্বকাপ উপহার দেব।
একই রকম আশাবাদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর, ‘সর্বকালের সেরা নারী বিশ্বকাপ হতে যাচ্ছে এটি।’ ১৯৯১ সাল থেকে আয়োজন হয়ে আসছে ফিফা নারী বিশ্বকাপ। সর্বশেষ গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে মঞ্চস্থ হয়েছিল টুর্নামেন্টটি। যেখানে চ্যাম্পিয়ন হয় স্পেন।