মঙ্গলবার ২১ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
 

অ্যানফিল্ড থেকে বিদায় নিলেন ইয়ুর্গেন ক্লপ    ১৪ দলীয় জোটের বৈঠক ডাকলেন শেখ হাসিনা     রাত ১টার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস    ১২৬ দেশে যেতে সনদ জটিলতা কাটছে বাংলাদেশিদের    নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন    কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী    ইব্রাহিম রাইসির মৃত্যুতে ফখরুলের শোক প্রকাশ   
দেশের মানুষ আর দুর্দিন দেখতে চায় না- গৃহায়ণ মন্ত্রী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৯:১০ অপরাহ্ন

দেশের মানুষ আর দুর্দিন চায় না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ছাত্রলীগের ঐতিহ্যের ধারা অব্যাহত করার জন্য তিনি আহবান জানিয়েছেন। 

তিনি বলেন, ‘শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক পথ অনুসরণ করে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সকল মানুষের অধিকার সুসংহত করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই এই সংগঠন এখনো এগিয়ে যাচ্ছে।’ 

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর এলাকার বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত কর্মীসভায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন। 

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ছাত্রলীগ নেতা সুরাপ মিয়া সোহাগ, তামান্না জেসমিন রিভা, সাকিব আল হাসান, আরিফুল ইসলাম, ফাল্গুনী দাস প্রমুখ।

কর্মীসভায় মন্ত্রী আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন করতে নির্দেশ দেন। তিনি বলেন, ‘সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগকে চাঁদাবাজ, ছিনতাইকারি ও মাদকমুক্ত করা সম্ভব হয়েছে। আগামী দিনে ছাত্রলীগ আরো সুসংগঠিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে বলে আশা করি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া   ছাত্রলীগ   গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft