মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল   
শিক্ষার্থী ভিসা আরো কঠিন করল অস্ট্রেলিয়া
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৫:২১ অপরাহ্ন

অভিবাসন কমাতে আবারো শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া। ভিসা পাওয়ার ক্ষেত্রে যে সর্বনিম্ন সঞ্চয় দেখাতে হয় সেটির পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। একইসঙ্গে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির বিষয়ে বেশকিছু কলেজকে সতর্ক করা হয়েছে। বুধবার (৮ মে) দেশটি এসব তথ্য জানায় বলে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়, শুক্রবার থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্তত ২৯ হাজার ৭১০ অস্ট্রেলিয়ান ডলার বা ১৯ হাজার ৫৭৬ মার্কিন ডলার সঞ্চয়ের প্রমাণ দেখাতে হবে। গত সাত মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এটি বৃদ্ধি করা হয়।  অক্টোবরে এই সঞ্চয়ের পরিমাণ ২১ হাজার ৪১ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২৪ হাজার ৫০৫ ডলার করা হয়েছিল। করোনা মহামারির বিধিনিষেধ তুলে নেওয়ার পর অনেক শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় প্রবেশ করে। ফলে দেশটিতে চাপ তৈরি হয়েছে। তাই অভিবাসী নীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

গত মার্চে ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড বৃদ্ধি করেছে। এছাড়া শিক্ষার্থীরা যেন দীর্ঘদিন সেখানে না থাকতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে সরকার। ৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও'নিল বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করলে দুই বছরের জেল ও নিষিদ্ধের তালিকায় রাখা হতে পারে।

যদিও অস্ট্রেলিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শিক্ষাখাত। তবে অধিক অভিবাসীর কারণে দেশটির সরকারের ওপর চাপ বাড়ছে। কারণ এরই মধ্যে বাসা ভাড়া বেড়ে গেছে। অস্ট্রেলিয়ার বৃহত্তম রফতানি খাতের মধ্যে একটি হলো আন্তর্জাতিক শিক্ষা। ২০২২-২৩ অর্থবছরে দেশটির অর্থনীতিতে এটির মূল্য ছিল ৩৬ দশমিক ৪ বিলিয়ন বা ২৪ মার্কিন ডলার।

তবে রেকর্ড অভিবাসনের অধিকাংশই আন্তর্জাতিক শিক্ষার্থী। ফলে সারাদেশে ভাড়া বৃদ্ধি পেয়েছে, যা সরকারকে চাপে ফেলেছে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসেব অনুযায়ী, নেট ইমিগ্রেশন ৬০ শতাংশ বেড়ে রেকর্ড ৫ লাখ ৪৮ হাজার ৮০০ তে দাঁড়িয়েছে। সরকার আশা করছে, এই নীতি আগামী দুই বছরে অস্ট্রেলিয়ার অভিবাসী গ্রহণের পরিমাণ অর্ধেক করতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft