বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
কাজিপুরে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৮:২৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজীকে (আনারস) আবারো শোকজ করেছে রিটানিং কর্মকর্তা। 

প্রতিদ্বন্ধি প্রার্থী আবুল কালাম আজাদের (দোয়াত কলম) অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাকে শোকজ করা হয় বলে রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান। 

এ বিষয়ে গনমাধ্যমকর্মীদের কাছে পাঠানো পত্রে উলে­খ করা হয়েছে, নির্বাচনী প্রচারনায় খলিলুর রহমান সিরাজীর কর্মী-সমর্থক কর্তৃক বাধা প্রদান ও বিভিন্নভাবে ভয়ভীতি এবং হুমকি প্রদর্শণ করায় প্রতিদ্বন্ধি প্রার্থী আবুল কালাম আজাদ ও আশরাফুল আলম (ঘোড়া) কর্তৃক অভিযোগ ও দাখিলকৃত ভিডিও ফুটেজের ভিত্তিতে খলিলুর রহমান সিরাজীকে ২৫ এপ্রিল শোকজ করা হয়েছিল। 

এরই প্রেক্ষিতে খলিলুর রহমান সিরাজী ভবিষ্যতে নির্বাচনী প্রচারনা কাজে অধিকতর সর্তক থাকবেন মর্মে প্রতিজ্ঞাবন্ধ হয়ে উক্ত দায় হতে অব্যাহতি চেয়ে গত ২৮ এপ্রিল লিখিত জবাব দিয়েছিলেন। 

এ অবস্থায় ৪ মে সন্ধ্যার পর প্রতিদ্বন্ধি প্রার্থী আবুল কালাম আজাদ কর্তৃক দাখিলকৃত অভিযোগ ও ভিডিও ফুটেজে দেখা যায় খলিলুর রহমান সিরাজীর কর্মী- সমর্থকরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্ধি আবুল কালাম আজাদের এক সমর্থককে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে, নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্টি করছে এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। যা উপজেলা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩, ১৮ ও ৩১ এর পরিপন্থী। 

এ অবস্থায় একবার সর্তক করার পরও দ্বিতীয়বার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খলিলুর রহমান সিরাজীর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে না তা জানতে দুই দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) ২০১৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ৮ মে এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ৩জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। এরা সবাই আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  উপজেলা পরিষদ নির্বাচন   কাজিপুর   সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft