প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৮:০৮ অপরাহ্ন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাবেক ইউপি সদস্য মাধব চন্দ্র বাড়ৈ ও চম্পা বাড়ৈ দম্পত্তির আধাঁপাকা দেড় তলা বিশিষ্ট বসতঘর।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের ভাঙ্গারপাড় গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বৈদ্যুতিক গোলযোগের কারনে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, কাপড় চোপড় আসবাবপত্র সহ যাবতীয় মালামাল। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করেছেন কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম। তবে এ ঘটনায় জনজীবনের ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ সভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার, কলাবাড়ী ইউপি চেয়ারম্যান বিজন বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেন।
এছাড়াও ভাঙ্গারহাট পুলিশ ফাড়ি ইনচার্জ এমদাদুল হক, উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থী- মুজিবুর রহমান হাওলাদার, জাহাঙ্গীর হোসেন খান, রিনা মন্ডল, তিথি ডি কস্তা, সাবেক ইউপি চেয়ারম্যার মাইকেল বিশ্বাস, ইউপি সদস্য মনোজ বৈদ্য ঘনাস্থল পরিদর্শন করেছেন।