প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ১০:১১ অপরাহ্ন
বরিশালের দুই নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জালসহ দুই জেলেকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে হিজলা উপজেলার মেঘনা ও মুলাদী উপজেলার আড়িয়াল খা নদীতে মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন, নৌ ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
আজ রোববার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, দুই নদীতে পৃথক ভাবে অভিযান চালিয়ে প্রায় দশ লাখ টাকা মূল্যের পাই, বেহুন্দি ও বিপুল পরিমাণ ঘের জাল জব্দ করার পাশাপাশি দুই জেলেকে আটক করা হয়।
মেঘনায় অভিযানে জব্দকৃত জাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসিন সাদেকের উপস্থিতিতে সমস্ত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলী আজম, হিজলা নৌ পুলিশের এসআই রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অপরদিকে আড়িয়াল নদী থেকে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিনের উপস্থিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃতদের জরিমানা করা হবে।