মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে    হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১     আইপিএলে দল পাননি ইতিহাসের সেরা অনেক তারকা ক্রিকেটার    ইসকন নেতাকে গ্রেফতরের প্রতিবাদে সীমান্ত অবরোধের হুমকি বিজেপির     সংকটে থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ‘বিকল্প তহবিল’ আসছে    সংবিধানে সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব, বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার    বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপসের নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন   
বিরলে নাশকতার মামলায় বিএনপির ৫ নেতাকর্মী কারাগারে
দিনাজপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন

দিনাজপুর জেলার বিরল উপজেলায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান মো. নুর ইসলামসহ বিএনপির ৫ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৭ এপ্রিল-২০২৪) দুপুরে বিএনপির নেতাকর্মী দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির
হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ মো. যাবিদ হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো বিএনপির জন নেতাকর্মী হলেন-দিনাজপুর জেলা বিএনপি সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলাম, বিরল উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান মো. নুর ইসলাম, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল ইসলাম, বিএনপি নেতা মো. আরমান আলী, মো. মোমিন ও মো. হাসিনুর রহমান পায়েল।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি-২০২৪ তারিখ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৩১ অক্টোবর সকাল আনুমানিক ১১টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার তৈয়বপুর এলাকায় আলী পেট্রোল পাম্পের পাশে পাকা রাস্তার উপর একটি ট্রাক যার (নং- ঢাকা মেট্রো-ট-১৬-১১৮৯) নাশকতার উদ্দেশ্যে ভাঙচুর করে ট্রাকটির ক্ষতিসাধন করে। 

পরে ট্রাকের চালক মো. লিটন ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে বিরল থানায় একটি এজাহার দাখিল করেন। যার মামলা নং-১৯৮।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. একরামুল আমিন, মো. রাশেদুল ইসলাম মানিকসহ আরো কয়েকজন আইনজীবী।

অপরদিকে দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলকে নাশকতার অপর একটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ বুধবার দুপুরে দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft