মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

সংবিধানে সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব, বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার    বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপসের নেত্রীর খেতাব দিয়েছে, কিন্তু কেন    ক্ষোভ-বিক্ষোভে বাড়ছে নৈরাজ্য-আতঙ্ক : জনজীবন বিপর্যস্ত    বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২   
এগিয়ে রিয়াল, তবে ভয় করেনা সিটি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগে আজ বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এটি কোয়ার্টার ফাইনালে রিয়ালের ফিরতি লেগ। এর আগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৬ গোলের থ্রিলারের প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করেছে দুই দল।

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। আর ইউরোপের সেরা এই ফুটবল প্রতিযোগিতাটির সবচেয়ে সফল ক্লাব রিয়াল। ১৪ বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ ক্লাবটি। এর মধ্যে সর্বশেষ ১৩ মৌসুমের মধ্যে ১১ মৌসুমেই শেষ চারে উঠেছিল রিয়াল। যে কারণে, হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে পরিসংখ্যান বিবেচনায় কিছুটা এগিয়ে থাকবে রিয়াল।

তবে রিয়ালকে নিয়ে শঙ্কিত নয় সিটির কোচ পেপ গার্দিওলা। জানিয়েছেন, রিয়ালের খেলার দক্ষতা বিবেচনায় তিনি তাদেরকে সম্মান করেন, কিন্তু ভয় করেন না।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আমি তাদের ভয় পাই না। আমি তাদের অনেক সম্মান করি। অনেকবার তাদের মুখোমুখি হয়েছি। রিয়াল মাদ্রিদকে সম্মান করি এবং আমি বলি যে, আমি তাদের ভয় পাই, তাহলে মিথ্যা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা আছে। আপনি তাদের পরাজিত করতে চান এবং ভালো করতে চান। কখনও কখনও আপনি জিতেন এবং কখনও কখনও আপনি হেরে যান। কিন্তু আমি তাদের ভয় পাই না এবং যদি তারা আমাকে পরাজিত করে যেমনটি অনেকবার হয়েছে আমরা অভিনন্দন বলবো এবং শুভেচ্ছা জানাবো; তারা ভালো করেছে।’

গত সপ্তাহের প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করে সিটি-রিয়াল। তাদের দুই দলের শেষ ৫ দেখায় গোল হয়েছে মোট ২৩টি। গত মৌসুমে চ্যাম্পিয়্ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে ৪-০ গোলে হারায় সিটি। যে কারণে, এই মৌসুমে রিয়ালের সামনে প্রতিশোধ নেওয়ার হাতছানি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft