মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২    কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন    কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের    ১৮১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনশেষ বাংলাদেশের   
ঝিনাইদহে জমি দখলের অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৫:১১ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও দস্যুতার প্রতিবাদে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অপর ভাই। আজ বুধবার সকালে উপজেলার সুন্দরপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের ভুক্তভোগী ওই গ্রামের জিলানী মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, তার পৈত্রিক সুত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি তার আপন বড় ভাই খাজা মইনউদ্দিন চৌধুরী নয়ন জোরপুবর্ক দখল করে নিয়েছে। ক্রয়কৃত জমি ও পৈত্রিক সুতে পাওয়া জমির নামজারী, খাজনা পরিশোধ করা থাকলেও তার ভাই দখল করে রেখেছে। এছাড়া বিভিন্ন সময় তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাকে।

তিনি আরও অভিযোগ করেন, তার ভাই নয়ন ও তার ছেলে জীবন প্রতিনিয়ত তাকে হত্যার উদ্দেশ্যে মহড়া দিচ্ছে। আমার জমিতে থাকা লিচু গাছ, নারকেল গাছ, সুপারি গাছ আম গাছগুলো তারা দখল করে ভোগ করছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও তেমন কোন ফল পাইনি। থানা আমাকে জমি বুঝিয়ে দিলেও সেই জমির উপরে নয়ন আমাকে যেতে দেয় না। এছাড়াও আমার জমিতে থাকা সীমানা পিলারসহ চারিপাশে তারে তৈরি বেড়া সহ সব রড এবং সিমেন্টের খুঁটিগুলো ভেঙে ফেলেছে। বর্তমানে আমি আমার পরিবার ও আমার শুভাকাঙ্খীদের জীবন সংকটাময়।

এ ব্যাপারে অভিযুক্ত খাজা মইনউদ্দিন চৌধুরী নয়ন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্যি না। যে জমি দখলের কথা বলা হচ্ছে সেই জমি আমার। তাই আমি দখল করে নিয়েছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft