প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৯:১৭ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি স্বামী মোঃ আজমল হোসেন (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
আজ সোমবার দিনগত রাত ১টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র্যাব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামি আজমল সিংড়া উপজেলার বাইগুনি গ্ৰামের মওলা শেখের ছেলে।
র্যাব নাটোর জানান, প্রেম করে বিয়ের চারদিন পর স্ত্রী নুপুর(৩০) কে হত্যার অভিযোগ উঠে স্বামী আজমলের বিরুদ্ধে। ওই দিন আজমলের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত নুপুরের বাবা। মামলার দায়িত্ব প্রদান করা হয় র্যাবকে। মামলার দায়িত্ব পাওয়ার পরেই গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত স্বামী আজমল হোসেনের অবস্থান সনাক্ত করা হয়। পরে রোববার(১৪ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে আসামি আজমলকে বগুড়া জেলার শাজাহানপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করেন।