মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ফুলবাড়ীতে শসা ও খিরার দাম কমেছে
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৯:১৪ অপরাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে তিনদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে খিরা ২৫ এবং শসা ৩৫ টাকা কমে গতকাল সোসবার (১৫ এপ্রিল) পাইকারী বাজারে শসা ৫-৬ এবং খিরা ৮-৯ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। দাম কমে যাওয়ার পরও ক্রেতা মিলছে না। এতে ক্রেতা সাধারণের মধ্যে স্বস্তি ফিলে আসলেও বিক্রেতা কৃষকরা পড়েছেন লোকসানের মুখে।

সকালে ফুলবাড়ী পৌর পাইকারী সবজি বাজার গিয়ে দেখা যায়, গত তিনদিন আগে গত শনিবার (১৩ এপ্রিল) আকার ও প্রকার ভেদে প্রতিকেজি শসা পাইকারী বাজারে প্রতি কেজি ৪২ থেকে ৪৪ টাকা এবং খিরা ৩০ থেকে ৩১ টাকায় বিক্রি হয়েছে। গতকাল সোমবার (১৫ এপ্রিল) বিক্রি হয়েছে প্রতি কেজি ৮ থেকে ৯ টাকা এবং খিরা ৫ থেকে ৬ টাকায়। এরপরও রয়েছে প্রয়োজনীয় সংখ্যক ক্রেতার অভাব। ক্রেতার অভাবে কৃষকরা তাদের উৎপাদিত শসা ও খিরা বাজারে তুলে বিপাকে পড়েছেন বিক্রি নিয়ে। 

দক্ষিণ কৃষ্ণপুরের শসা ও খিরা চাষি বাবুল আকন্দ ও মোশাররফ হোসেন বলেন, খেতের উৎপাদিত শসা ও খিরা নিয়ে বাজারে এসে দাম না পেয়ে হতাশায় পড়েছেন। তিনদিন আগেও শসা ও খিরার যে দাম ছিল হঠাৎ করে কমে যাওয়ার পাশাপাশি ক্রেতা না থাকায় শসা ও খিরা নিয়ে বিপাকে পড়েছেন তারাসহ অন্য চাষিরাও। এতে আর্থিকভাবে লোকসানে পড়তে হচ্ছে তাদেরকে। 

পাইকার ব্যবসায়ী বিধান চন্দ্র দত্ত ও আনন্দ কুমার সাহা বলেন, স্থানীয়ভাবে শসা ও খিরা ব্যাপক উৎপাদন হওয়ার পাশাপাশি বিভিন্ন মোকাম থেকে আমদানি হওয়ায় দাম কমে এসেছে। তবে ক্রেতারও অভাব দেখা দিয়েছে এজন্যও দাম কমে গেছে অনেকাংশে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft