প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৮:২৫ অপরাহ্ন
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দশ গেট এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের ১টি ঘর দখলের অভিযোগ উঠেছে ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম ও তার অনুসারী সাইফুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
ভেজা চোখ আর ভাঙা ভাঙা কন্ঠে এমনি অভিযোগের কথা জানালেন মোসাঃ শামীমা খাতুন নামের এক ভুক্তভোগী।
ভুক্তভোগী শামীমা জানান, এক বছরেরও অধিক সময় ধরে স্বামী সন্তান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরটিতে বসবাস করছিলেন তিনি। তার অনুপস্থিতিতে তার ঘরের তালা ভেঙে ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম এবং সাইফুল নামের তার এক অনুসারীর নেতৃত্বে নতুন একটি তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।
কারন জানতে তিনি একাধিক বার ঐ ইউপি সদস্যের মুঠো ফোনে কল করলেও তিনি তা রিসিভ করেননি। মাথা গোজার শেষ ঠিকানাটুকু হারিয়ে ভুক্তভোগী শামীমা এখন স্বামী ও ৫ বছরের সন্তান নিয়ে প্রতিবেশিদের আশ্রীতা হয়ে দিন পার করছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোঃ আশরাফুল আলম বলেন, আমি যা করেছি সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশে করেছি।
এবং সাইফুল বলেন, আমি এসবের কিছুই জানি না। মেম্বার আশরাফুল আমাকে ডেকেছেন তাই আমি ঐখানে গিয়েছি মাত্র।