প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৬:০৩ অপরাহ্ন
মেহেরপুরে সুবিধাবঞ্চিত ১৫০ জন শিশু ৫ টাকায় একটি টিকিট সংগ্রহ করে তাদের পছন্দমত জামা, প্যান্ট ও ৪০টি পরিবার ১০টাকায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উৎসবের রঙে রঙিন শিশুদের ঈদ স্লোগানে আজ শনিবার দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টারে মেহেরপুর ভাবনা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এদিকে মাত্র ৫ টাকায় পছন্দমত পোশাক পেয়ে আবেগ আপ্লুত হয়েছে বাচ্চারা। সেই সঙ্গে খুশি সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকরাও। এর আগে ৫ টাকায় শপিংয়ের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। মেহেরপুর ভাবনা’র সভাপতি তানভির আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহসান মজিদ মুস্তফা নির্ঝর, ডা. তারেক আহমেদ।
এসময় আয়োজকরা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় আমরা মাত্র ৫ টাকায় ঈদ উপহার বিতরণ করছি। আমরা বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই সময় সংগঠনের অন্যান্য সদস্যসহ শহরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু উপস্থিত ছিলেন। সংগঠনটি প্রতি বছর ৫ টাকায় শিশুদের হাতে নতুন নতুন পোশাক তুলে দিয়ে আসছেন।