প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুরে অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ তিন পেশাদার মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর সাধুপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর সাধুপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. মোতালেব (৪৯), মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মতিন (৩৫) ও আব্দুল মতিনের স্ত্রী খাদিজা বেগম (৩০)।
র্যাব জানান- গ্রেপ্তারকৃতরা দীর্ঘদীন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। গ্রেপ্তারের দিন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্য পরিবহনের সময় উপজেলার মশিন্দা সাধুপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা ৩০ কেজি গাঁজা, দুটি মোবাইল ও তিনটি সীমকার্ড জব্দ করা হয়েছে। এঘটনায় গুরুদাসপুর থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।