প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন
বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে লুট, অস্ত্র ছিনতাই ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের রেশ কাটতে নাকাটতেই এবার জেলার থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে সশস্ত্র হামলা করেছে কেএনএফ।
থানচি উপজেলা এর বিভিন্ন স্থানীয় নির্ভরযোগ্য সুত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর সাড়ে বারটার পর জেলার থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে সশস্ত্র হামলা করেছে কেএনএফ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময় তারা ব্যাংক থেকে অর্থ লুট করেছে কিনা এবং কেউ হতাহত হয়েছে কিনা এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এসময় সরকারী প্রতিষ্ঠানে কর্মরত সরকারী কর্মচারী ও স্থানীয়রা পালিয়ে যায়। এই ঘটনার পর উপজেলাটির বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।অনেকে পালিয়ে সাঙ্গু নদীর তীরে আশ্রয় নিয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫০-৬০ জনের সশস্ত্র দল রুমা সোনালী ব্যাংকে প্রবেশ করে।এসময় অস্ত্রের মুখে ব্যাংকের পাহারায় থাকা পুলিশ, আনসার সদস্যদের দুটি সাব-মেশিন গান ও এর ৬০ রাউন্ড গুলি, আটটি চাইনিজ রাইফেল ও এর ৩২০ রাউন্ড গুলি এবং চারটি শর্টগান ও ৩৫ রাউন্ড গুলি লুট করে। এসময় ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।বান্দরবানে এই ধরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংকের পাশাপাশি ফের আলোচনার ঝড় তুলেছে সশস্ত্র কেএনএফ সন্ত্রাসীরা।
বান্দরবানের রুমায় রুমায় সোনালী ব্যাংক ডাকাতি ও ১৪টি আগ্নেঅস্ত্র লুটের ১৪ ঘন্টা পার হলেও মামলা হয়নি। তবে এই ঘটনায় গতকাল বুধবার সকালে জেলার উর্ধতন কর্মকর্তা জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।