প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন
৭১' এর ভয়াল ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেভার্চুয়ালে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদউজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত নূর মৌসুমী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, পুলিশ পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা প্রমুখ।
এ-সময় বক্তারা একাত্তরের ২৫ মার্চ ভয়াল কালো রাতের বর্ণনা করে বলেন,পশ্চিমা শাসক গোষ্ঠী নিরিহ বাঙালির উপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে নির্যাতন করে। তারা মেতে ওঠে বাঙালি নিধন যজ্ঞে। সেই সাথে একাত্তরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা বিশদ বিবরণ করেন।
অন্যান্যর মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক,বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড ও শিক্ষক নেতা আশরাফুউজ্জামানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।