প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ১:৫৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযনে ৮৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও তিন হাজার সাতশ’ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া ও কুট্টাপাড়া (পশ্চিম) এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির কর্মকর্তা ও সরাইল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরাইল উপজেলা সহকাররি কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা বলেন, ‘উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। একটি চক্র বিভিন্ন বাসা বাড়িতে এই অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে দর্জিপাড়া ও কুট্টাপাড়া এলাকা থেকে ৮৩ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।