বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
গাজায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ত্রাণ পৌঁছানোর জন্য অস্থায়ীভাবে গাজায় বন্দর নির্মাণের ঘোষণা দেয়ার পর দেশটির সেনাবাহিনী গাজায় ত্রাণ পৌঁছাতে অস্থায়ী বন্দর নির্মাণে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রওনা দিয়েছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

মার্কিন বাহিনী জানিয়েছে, গতকাল রোববার জর্ডানকে নিয়ে গাজায় ১১ হাজার ৫০০ প্যাকেট খাবার বিমান থেকে ফেলা হয়েছে। যার মধ্যে চাল, আটা, পাস্তাসহ আরও কিছু খাদ্যপণ্য রয়েছে। 

জাতিসংঘ সতর্ক করেছে যে, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ‘প্রায় অনিবার্য’ এবং শিশুরা অনাহারে মারা যাচ্ছে। অবরুদ্ধ উপত্যকাটিতে আকাশ থেকেও খাবার ফেলা কঠিন এবং বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, লুটপাটের কারণে স্থল পথে খাবার সরবার বন্ধ করতে হয়েছে। এদিকে, শুক্রবার বিমান থেকে খাবার ফেলার সময় তা মাথায় পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

পেন্টাগন জানিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে ১ হাজার মার্কিন সৈন্য বিরামহীন কাজ করে গাজায় অস্থায়ী বন্দর নির্মাণ করবে। তবে দাতব্য সংস্থাগুলো বলছে, এতদিন ফিলিস্তিনিরা খাবারের জন্য অপেক্ষা করতে পারবে না। 

এদিকে, সাইপ্রাসের মিডিয়ার খবরে বলা হয়েছে, দেশটির লারনাকা বন্দর থেকে ২০০ টন খাবার বোঝাই একটি জাহাজ গাজার উদ্দেশে রোববার বিকেলে রওনা দেয়ার কথা ছিল। কিন্তু সোমবার সকাল পর্যন্ত সেটি সাইপ্রাস বন্দরেই রয়েছে। 

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় নিহতের সংখ্যা ৩০ হাজার ৯০০ ছাড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় গাজায় ৫ লাখ ৭৬ হাজার মানুষ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft