বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে   
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ৫:২৬ অপরাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জাকির হোসেন সর্দার (৫২) নামের এক মোটরসাইকেল আরোহী নির্মাণ শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা অপর আরোহী রনি মিয়া (৩০) গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার সকাল ৯টার দিকে ফুলবাড়ী- দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের শহীদ স্মৃতি আদর্শ কলেজ সংলগ্ন ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহির হোসেন সর্দার পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে পেশায় একজন নির্মাণশ্রমিক এবং আহত রনি মিয়া একই এলাকার মইদুল ইসলামের ছেলে তিনিও পেশায় নির্মাণশ্রমিক।

ফুলবাড়ী থানা ও স্থানীয়রা বলেন, নির্মাণশ্রমিক জাকির হোসেন সর্দার ও রনি মিয়া মোটরসাইকেল যোগে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর গ্রামে বাড়ীর নির্মাণ কাজ করার জন্য যাওয়ার পথে আঞ্চলিক মহাসড়ক থেকে ডান দিকে মোড় নিয়ে শিবনগর রাস্তায় যাওয়ার সময় পিছনে থাকা কাভার্ড ভ্যানটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। 

এ সময় স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেন সর্দারকে মৃত ঘোষণা করেন। তবে রনি মিয়াকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, নিহত জাকির হোসেন সর্দারের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের পরিবারের লোকজন আসলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে পালিয়ে যাওয়া কাভার্ডভ্যানটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft