বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
দেবীগঞ্জে শুরু হয়েছে শিব চতুর্দর্শী পূজা
পঞ্চগড় প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১:২৯ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জ ঐতিহাসিক শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামে গতকাল থেকে শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা আসতে শুরু করেছেন। নিজের ও পরিবারের মঙ্গল কামনায় ভগবান শিবের কাছে প্রার্থনা করছেন।

মন্দিরের পুরোহিত সমীরণ ব্যানার্জী জানান, শিবচতুর্দশী গতকাল (শুক্রবার) রাত ৮. ৩৫ মিনিটে শুরু হয়েছে এবং শনিবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত থাকবে। এ সময় ভক্তরা বিশেষ করে নারী পূর্ণ্যার্থীরা শিবের প্রতিকৃতি শিবলিঙ্গে জল ও দুধ ঢেলে ভগবান শিবের পুজা দিয়ে প্রার্থনা করেন।

প্রতিবছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে (শিবরাত্রি) পৌর সদরের এই ধামে তীর্থযাত্রীদের উপস্থিতি তিনদিনের জন্য এ মেলা বসে। আজ মেলার দ্বিতীয় দিন। রবিবার পর্যন্ত মেলা চলবে। এছাড়াও শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে মন্দির চত্বরে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সাধু সন্ন্যাসীরা রাত জেগে কীর্তন গান পরিবেশন করবেন। ৩ দিনের এ মেলায় প্রায় লক্ষাধিক তীর্থযাত্রীর সমাগম হবে বলে ধারণা করছেন আয়োজকরা।

মন্দির কমিটির সভাপতি উমাপদ রায় সরকার বলেন, এই ধামটি কয়েকশত বছরের পুরনো। ভগবান শিবের আশীর্বাদে সৃষ্টি হওয়া করতোয়ার তীরে অবস্থিত এই ধামটি সনাতনী ভক্তদের কাছে একটি তীর্থস্থান।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, মেলায় আগত পূর্ণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা প্রদানে আমরা সজাগ আছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft