বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১:২৭ অপরাহ্ন

গতকাল শুক্রবার রাতে ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে ইয়ামালের একমাত্র গোলে ১-০ গোলের জয় পেয়েছে বার্সা। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও মিস করলেন ইলকাই গুন্দোয়ান। 

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার বেশ কয়েকটি প্রচেষ্টা প্রতিহত হয়ে গেলো মায়োর্কার রক্ষণে। টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল জাভি হার্নান্দেজের দল। তবে ১৬ বছরের লামিন ইয়ামাল বাঁচিয়ে দিলেন স্প্যানিশ চ্যাম্পিয়নদের। 

এই জয়ে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। তিনে থাকা জিরোনার পয়েন্ট ৫৯।

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে দাপট দেখিয়েই খেলেছে বার্সা। ২২তম মিনিটে রাফিনহা বল নিয়ে বক্সে ঢুকে পড়লে তাকে ফেলে দেন মায়োর্কা ডিফেন্ডার মানুয়েল কোপেতে।

শুরুতে গোল কিক দিয়েছিলেন রেফারি, পরে ভিএআরের সাহায্য নিয়ে মনিটরে রিপ্লে দেখে স্পট কিকের বাঁশি বাজান। পেনাল্টি শট নেন গুন্দোয়ান। কিন্তু তার শটে খুব একটা জোর ছিল না, বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে সহজেই সেটা ফিরিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ফিরতি বলে শট লক্ষ্যে রাখতে পারেননি ইয়ামাল।

২৯তম মিনিটে রাফিনহা ও জোয়াও কানসেলোর দুটি শট প্রতিহত হয় মায়োর্কার ডি-বক্সে। ছয় মিনিট পর কাইল লারিনের হেড অনায়াসে ফিরিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। পাল্টা আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে ফেলিক্সের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।

প্রথমার্ধের হতাশা কাটিয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সা। ৫৭তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ইয়ামাল। কিন্তু তার বুলেট গতির শট দুর্ভাগ্যজনকভাবে আটকে যায় ক্রসবারে।

শেষ পর্যন্ত অবশ্য হতাশ হতে হয়নি ইয়ামালকে। ৭৩ মিনিটে ডি-বক্সের ডানদিক দিয়ে ঢুকে পড়েন স্প্যানিশ ফরোয়ার্ড। দুই ডিফেন্ডারকে এড়িয়ে চমৎকার বাঁকানো শটে গোলপোস্টের কোণ দিয়ে জাল খুঁজে নেন ইয়ামাল। শেষ পর্যন্ত তার ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft