বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
মালয়েশিয়ায় ছেলে আটকের চিন্তায় স্ট্রোকে মায়ের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন

মালয়েশিয়া পুলিশের হাতে ছেলে আটকের চিন্তায় সালমা খাতুন (৪৮) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। ৫ সন্তানের জননী সালমা মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

আজ শুক্রবার ৮ সকাল সাড়ে ১০ টার দিকে জানাজা শেষে স্থানীয় গারেস্থান ময়দানে তাকে দাফন সম্পন্ন করা হয়। 

সালমা খাতুনের নিকট আত্মীয় সাঈদ হাসান জানান, সালমা খাতুনের বড় ছেলে রাজিব হােসেন গত ৬ মাস আগে ৬ লাখ টাকার বিনিময়ে স্থানীয় এক আদম ব্যবসায়ীর মাধ্যমে কর্মের তাগিদে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে কর্ম না পেয়ে গোপনে কষ্টে জীবন-যাপন করছিলেন। সম্প্রতি মালয়েশিয়া পুলিশ গোপনে থাকা শতাধিক প্রবাসীদের আটক করে। তাদের মধ্যে আটক হয় রাজিবও। এ খবরে বৃহস্পতিবার সালমা স্ট্রোক করেন। এসময় পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, ছেলে আটকের কথা শুনেই সালমা অসুস্থ্য হয়ে পড়েছিলেন। স্থানীয় মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধার-দেনা করে ছেলেকে বিদেশ পাঠানারে পর থেকে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তাই চিন্তা থেকেই সালমার মৃত্যু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft