বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
সাংবাদিককে জেল দেয়ার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৭:৫২ অপরাহ্ন

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুরে জেলার নকলা প্রতিনিধি শফিউজ্জামান রানা তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়ায় ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরা (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে দেশ রূপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি ও ক্ষমতার অপব্যবহার-প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গে দায়ের নকলা উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিল শেষে ধানমহালস্থ কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সভাপতি ম. নূরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার। 

সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, প্রেসক্লাবের সদস্য আরিফ আহমেদ, ওবায়দুর রহমান, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, প্রচার ও দপ্তর সম্পাদক সুমন এস, অর্থ সম্পাদক শামীম আলভী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল, কার্য্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন সরকার, শ্যামল ঘোষ, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, দেলোয়ার হোসেন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft