প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৬:২০ অপরাহ্ন
ঢাকায় যেসব বহুতল ভবন বা মার্কেট আছে সেখানে অনেক ক্ষেত্রেই আগুন লাগলে বের হওয়ার জন্য আলাদা করে জরুরি নির্গমন সিড়ি থাকে না। কোথাও কোথাও আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থাও নেই।
আবার যেসব ভবন রেস্টুরেন্ট চালানোর মতো করে তৈরি হয়নি, সেখানেও রেস্টুরেন্ট হয়ে ভবনগুলোকে অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
বেইলি রোডের ঘটনার পর রাজউক, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা এখন অভিযান চালাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভবন বা রেস্টুরেন্ট পেলে সেগুলো সিলগালাও করে দেয়া হচ্ছে।
কিন্তু অগ্নিঝুঁকিতে থাকা এসব ভবনের কী হবে? সেগুলো কি ভেঙে ফেলা হবে? নাকি ভেঙে না ফেলেও ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করা সম্ভব? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।