বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
নাটোরে যুবককে পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন

আজ শুক্রবার সকালে নাটোর র‍্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোরের বড়াইগ্রামে চুরির মিথ্যা অপরাধ দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আসামি মোঃ আসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রয়না চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ আসলাম উদ্দিন (৩৮) উপজেলার পিত্তভাগ এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

র‍্যাব-৫ নাটোর জানান, পূর্ব পরিকল্পিত ভাবে আসামিরা গত মঙ্গলবার(৫ মার্চ) নিহত শামীম হোসেন(২২) ও মোঃ সোহানকে (১৯) চুরির মিথ্যা অপরাধ দিয়ে ডেকোরেটর দোকান ঘরে আটকে রাখে। পরে আসামিরা তাদের দুজনকে হাতুড় ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে করে গুরুতর রক্তাক্ত জখম হয় শামীম। 

এসময় তাদের দুজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মোঃ শামীম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় শামীমের মৃত্যু হয়। 

পরবর্তীতে নিহত শামীম হোসেনের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার পর থেকেই আসামি মোঃ আসলামসহ জড়িতরা আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তকারী অফিসার আসামিদের গ্রেপ্তারের জন্য নাটোর র‍্যাব-৫ বরাবর অভিযোগপত্র প্রদান করেন। পরে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামি মোঃ আসলাম অবস্থান সনাক্ত করে বড়াইগ্রাম উপজেলার রয়না চকপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft