শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
সৌদি আরবে কর্মরত এক বাংলাদেশিকে হত্যার দায়ে পাঁচ পাকিস্তানির ফাঁসি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১০:২০ অপরাহ্ন

সৌদি আরবের মক্কায় কর্মরত বাংলাদেশিকে হত্যার দায়ে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ওপর হামলা চালোনোর দায়ে পাকিস্তানের পাঁচজনের মৃত্যুদণ্ড দেয় দেশটির একটি বিচারিক আদালত।

পরে দেশটির সর্বোচ্চ আদালতে আপিল করলে ওই রায় সুপ্রিম কোর্টে বহাল থাকায় দেশটির রাজকীয় আদেশের অনুমোদনের পর গত ৫ মার্চ মঙ্গলবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গলফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোষী ব্যক্তিরা পাকিস্তানি নাগরিক। তারা মক্কায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় দুই প্রহরীকে বেঁধে নির্যাতন করে এবং একজন বাংলাদেশি প্রহরীকে হত্যা করে। বাংলাদেশি ওই প্রবাসী সৌদির ওই  বেসরকারি কোম্পানিতে প্রহরীর কাজ করতেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-আরশাদ আলী দিবর, মোহাম্মদ ইসমাইল, আবদুল মজিদ, হাজি নুরউদ্দিন এবং আবদুল গাফফার মোহাম্মদ সোমা।

হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড প্রয়োগ করে আসছে সৌদি আরব। গত জানুয়ারিতে সৌদি কর্তৃপক্ষ সুদানের নাগরিককে হত্যার জন্য দোষী সাব্যস্ত চার ইথিওপিয়ান প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ডিসেম্বরে আর্থিক বিরোধের কারণে একজন ভারতীয়কে মুখে কীটনাশক দিয়ে হত্যার দায়ে সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে জানিয়েছে গলফ নিউজ। 

জানা যায়, ২০২৩ সালে সৌদি আরব ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০১৫ সালে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ক্ষমতায় আসার পর থেকে সৌদি আরব এক হাজারেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে দাবি করেছে ব্রিটেন ভিত্তিক মৃত্যুদণ্ড বিরোধী বেসরকারি সংস্থা রিপ্রাইভ এবং দি ইউরোপিয়ান-সৌদি-২০২৩ এর যৌথ প্রতিবেদন অনুসারে।

সৌদি কর্তৃপক্ষ আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও মৃত্যুদণ্ড কার্যকর করে আসছে। তাদের দাবি, মৃত্যুদণ্ড জনশৃঙ্খলার জন্য প্রয়োজনীয় এবং শরিয়া আইনে ন্যায্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft