প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন
টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় মোঃ আফনান ( ০৬ বছর) নামে এক শিশু নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধা ৬টায় উপজেলার শহীদ সালাউদ্দিন সেনানিবাস সংলগ্ন ঝড়কা বাজার সড়ক এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আফনান উপজেলায় শহীদ সালাউদ্দিন সেনানিবাসের কর্মরত কর্পোরাল জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৫ মার্চ) সন্ধা ৬ টার সময় উপজেলাধীন শহীদ সালাউদ্দিন সেনানিবাসের কর্পোরাল জাহিদুল ইসলামের দুটি জমজ ছেলে শিশু মোঃ আফনান (০৬ বছর) এবং মোঃ আবিব (০৬ বছর) শহীদ সালাউদ্দিন সেনানিবাস সংলগ্ন ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের ঝড়কা বাজার এলাকায় শিশু দুটি রাস্তা পারাপার হওয়ার সময় ঘাটাইল হতে ছেড়ে আসা কুশারিয়াগামী একটি ব্যাটারিচালিত অটোরিক্সা শিশু দুটিকে ধাক্কা দেয়।
এ সময় তারা গুরুতর আহত হলে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে ঘাটাইল সিএমএইচে প্রেরণ করে। গুরুতর আহত জমজ শিশু দুটির মধ্যে মোঃ আফনান সন্ধা ৬.৩০ টায় ঘাটাইল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কা মুক্ত বলে ঘাটাইল সিএমএইচে সূত্রে জানা গেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। ১৯ এমপি ইউনিটের প্রতিনিধিগন অটো ও চালককে উদ্ধার করে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে নিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।