বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
টঙ্গীতে হাসপাতালে র‍্যাবের অভিযান
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ক্লিনিককে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ।

আজ সোমবার র‍্যাব–১ কোম্পানি কমান্ডার (সিপিসি ২) মেজর আহনাফ এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সংবাদকর্মীদের।

মেজর আহনাফ জানান, র‍্যাব-১ এর একটি দল টঙ্গীর ষ্টেশন রোড এলাকায় সোমবার বেলা ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক ক্লিনিকে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে গাজীপুরের সহকারী সিভিল সার্জন ডা. এফ এম আহসানউল্লাহ সঙ্গে ছিলেন।

টঙ্গী স্টেশন রোড এলাকার মাইশা জেনারেল হাসপাতালকে ১ লাখ, ফাতেমা জেনারেল হাসপাতালকে ৮০ হাজার, সেবা শুশ্রূষা হাসপাতালকে ৫০ হাজার,  নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, বর্তমানে বে-সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ক্লিনিকগুলোতে সেবার মান তলানিতে। অসাধু ব্যবসায়ীরা টঙ্গীতে অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক ক্লিনিক প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এদিকে, স্থানীয়রা জানান-যে সকল ডায়াগনস্টিক ক্লিনিকের পরিপূর্ণ বৈধ কাগজ পত্র নেই তাদের এ অভিযানের আওতায় আনা হোক। সম্প্রতি ষ্টশন রোডে এমন অনেক ক্লিনিক বা  ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এগুলো সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার নামে মৃত্যুর ফাদ হয়ে দাড়িয়েছেে। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft