শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
সর্বত্র কমেনি সয়াবিনের দাম
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৬:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৬:১১ অপরাহ্ন

সয়াবিন তেলের সরকার নির্ধারিত নতুন দাম শুক্রবার ১ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সেই দাম খুব একটা কার্যকর হয়নি। আগের দামেই বিক্রি হচ্ছে এ অতিপ্রয়োজনীয় নিত্যপণ্যটি। আবার কোথাও কোথাও সয়াবিনের দাম কিছুটা কম রাখা হচ্ছে।

আগের দামে বিক্রির পেছনে বাজারে নতুন মোড়কের বোতলজাত সয়াবিন আসেনি, এমন অজুহাত দেখিয়ে বিক্রেতারা সাধারণ ক্রেতাদের কাছ থেকে আগের দামই নিচ্ছে। অন্যদিকে কোম্পানিগুলোর দাবি, নতুন দরের সয়াবিন বাজারে ছাড়া হয়েছে।

সম্প্রতি সরকার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী এখন প্রতি লিটার নতুন বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা টাকায় ও খোলা সয়াবিন তেল ১৪৯ টাকায় বিক্রি হওয়ার কথা।

আজ সোমবার ঢাকার শান্তিনগর, মালিবাগ, মগবাজার, হাতিরপুল, কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৩ টাকায়। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিকিও হচ্ছে ৮৪৫ টাকায়।

ক্রেতাদের বাধ্য হয়ে লিটার দামেই বোতলজাত সয়াবিন কিনতে হচ্ছে। খোলা সয়াবিন তেল এখন ১৪৯ টাকা লিটার দরে বিক্রি হওয়ার কথা। খুচরা বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫০ টাকার ওপরে। তবে কোথাও কোথাও সরকার নির্ধারিত দামে তেল বিক্রি করতে দেখা গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়লে, কোম্পানিগুলো বোতলের গায়ে বাড়তি দামের মোড়ক লাগিয়ে দ্রুত ছেড়ে দেয়। কিন্তু কমানোর সময় ধীরগতিতে কমায়। নতুন দাম কার্যকরের ঘোষণা বেশ আগেভাগে দেওয়া হলেও নতুন দামের পণ্য আসেনি। তাই ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের দাম কমানো যাচ্ছে না।

তদারকির বিষয় বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, বেশ কয়েকটি মিলে মোড়ক প্রিন্টিংয়ের কাজ চলছে।

এর আগে শুক্রবার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, খুচরা বাজারে প্রভাব পড়তে দু-এক দিন সময় লাগতে পারে। এ বিষয়ে তদারকি শুরু হয়েছে। প্রতিটি তেলের মিলে আমাদের টিম গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft