প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ছয়জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ২৫ কেজি ইলিশ ও দুই নৌকাসহ বেশ কিছু ইলিশ জব্দ করা হয়েছে।
আজ শনিবার দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান এ দন্ড দিয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশের অভয়াশ্রমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ ধরতে না পারেন, সেজন্য মৎস্য বিভাগের বেশ কয়েকটি টিম অভিযানে নামে।