বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
ঘোড়ায় চড়ে এলেন বর, কনে গেল পালকিতে চড়ে শ্বশুড় বাড়ি
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:১২ অপরাহ্ন

ঘোড়ায় চড়ে আসেন বর আর বেহারার কাঁধের পালকিতে চড়ে নতুন বউ যান শ্বশুড় বাড়ি- গ্রাম বাংলার এমন বিয়ের দৃশ্য আধুনিকতার দাপটে প্রায় হারিয়ে গেছে। তবে নাটোরে সাদা সেওরোয়ানি পড়ে ঘোড়ায় চরে বিয়ে করতে আসেন বর। আর বিয়ের সব রীতি ও আয়োজন শেষে নববধূকে সুসজ্জিত পালকিকে চড়ে নেওয়া হয় শ্বশুড় বাড়িতে। 

গতকাল বুধবার দুপুরে নাটোর সদর উপজেলার হালসা এলাকার ফরহাদ আলীর ছেলে মো. সালমান সাফি সৌরভের সঙ্গে একই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে মারিয়া খাতুনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। 

ব্যান্ড পার্টি নিয়ে ঘোড়ায় চড়ে বরসহ শতাধিক বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসেন। বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া আর পালকিতে বিয়ে দেখতে দুর-দুরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। এসময় বর ও নববূধকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমায় সব বয়সি মানুষ।

বর সালমান সাফি সৌরভ রাজশাহী সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং কনে মারিয়া খাতুন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। 

বর ও নববূধর পরিবার জানান, দুই পরিবারের অনেক দিনের ইচ্ছা তাদের ছেলে-মেয়ের বিয়ে যেন গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়া ও পালকিতে চড়ে হয়। সেজন্য দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন করেছেন পরিবার। বর ও কনের ইচ্ছায় দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন করা হয়। বর বিয়ে করতে ঘোড়ায় চড়ে আসবেন। অন্যদিকে পালকিতে চড়ে নববূধর যাবেন শ্বশুড় বাড়ি। তাই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন করে দুই পরিবার।

ব্যান্ড পার্টি শিল্পী হারুন বলেন, এক সময় ব্যান্ড পার্টি আর ঘোড়ার গাড়িতে বিয়ে হতো। বর ও কনের পরিবার উৎসব করেছে। এখন তেমন আর ঘোড়া ও পালকি বিয়ে হয় না। মাঝে মধ্য অনেক পরিবার শখের কারণে এমন বিয়ের আয়োজন করেন। 

কনে মারিয়া খাতুন বলেন, আগে তো ঘোড়া ও পালকি বিয়ে বিয়ে হতো। এখন তা আর দেখা যায় সেজন্য পরিবার ও আমাদের ইচ্ছায় পরানো ঐহিত্য রীতি অনুসারে আমার বিয়ের আয়োজন হয়েছে। আমাদের বিয়ে জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে।

বর সালমান সাফি সৌরভ বলেন, রাজ-রাজত্বের শহর হচ্ছে নাটোর। সেই ঐতিহ্যকে ধরতে রাখতে এমন আয়োজনে বিয়ে করেছে আমাদের পরিবার। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ছিল ঘোড়া, পালকি বা হাতিতে বিয়ে। নাটোরে হাতি না পাওয়ায় ঘোড়া ও পালকির ব্যবস্থা করে বিয়ে করতে এসেছি। 

কনের বাবা দোলোয়ার হোসেন বলেন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার মেয়ের বিয়েতে ঘোড়া ও পালকি চড়ে হবে। সেই ইজ্ছা পুরণে বর ঘোড়ায় চড়ে এসেছে আর কনে পালকি চড়ে শ্বশুড় বাড়ি যান। মেয়ের বিয়ে আত্মীয়-স্বজন ও গ্রামবাসীকে আমন্ত্রণে আসেন। সবাই আমার তাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft