শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
রাবি ভর্তি পরীক্ষা: পুনরায় প্রবেশপত্র ডাউনলোডের সময় ২ মার্চ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:১৫ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের স্বাভাবিক সময়সীমা ছিল গত ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। তবে যারা উক্ত সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি তাদের ডাউনলোডের সুযোগ দিতে নতুন সময় নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা কোনো কারণবশত নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি, তারা আগামী ২ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। যা চলবে ৫ মার্চ রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই ডাউনলোড করতে হবে। তা না হলে নতুন করে আর ডাউনলোডের সময় দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পুনরায় প্রবেশপত্র ডাউনলোডের সময় ১ মার্চ দেওয়া থাকলেও ২ মার্চ থেকে ডাউনলোড করা যাবে বলে জানান তিনি।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছিল। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহের সময় ছিল। এরপর নতুন করে এ তারিখ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, এবার রাবির ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৮৫ হাজার ৫০০টি। সে হিসেবে আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ৪৭টি। মোট আসন তিন হাজার ৯৮৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক হাজার ৮৭২টি আসন রয়েছে। এ ছাড়া ‘বি’ ইউনিটে ৫১৫ ও ‘সি’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ৫৯৭টি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft