বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
মানিকগঞ্জে মোটরসাইকেলের চাপায় নিহত ১, আহত ৩
মানিকগঞ্জ প্রতিনি‌ধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১৬ অপরাহ্ন

মানিকগঞ্জে পৌরসভার শিববাড়ী নবগ্রাম রাস্তায় মোটরসাইকেলের চাপায় পথচারী বিজয় দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার দিকে মানিকগঞ্জ নবগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত সা‌মির‌কে সাভার এনাম মে‌ডি‌কেল হাসপাতা‌লে আইসিইউতে এবং রা‌ব্বি‌কে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

নিহত বিজয় দাস পৌর এলাকার নওখন্ডা গ্রামের প্রবাসী জীবনের দা‌সের ছেলে। সে স্থানীয় নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত বিজয়ের বন্ধু স‌জিব জানান, নিহত বিজয় ও আমার দুই বন্ধু ছামির ও রাব্বী শিবাবাড়ি সড়কে রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিল। আমরা প্রতিদিনই ওই রাস্তায় আড্ডা দেই। গতকাল সন্ধ্যায় আমা‌দের পাশের  উচুটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ইয়ামিন দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে নবগ্রাম এলাকায় ইয়ামিন নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিনজনের ওপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে ইয়ামিনসহ চারজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বিজয়কে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা জেলা আধুনিক  হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোহাম্মদ বাহাউদ্দিন জানান, নিহত বিজয়ের মরদেহ মর্গে রাখা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হা‌বেল হোসেন জানান, মোটরসাইকেল চালক বা মোটরসাইকেল  মালিকের এখনো এখনো কোনো তথ্য পাইনি। দুর্ঘটনায় বিজয় নামে একজন মারা গেছেন অপর দুজনকে ঢাকা পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft